Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৪

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম (৮৫) নিহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে দর্শনা পৌর এলাকার রামনগরে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার আরামডাঙ্গা গ্রামের মরহুম আহমদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আবুল কাশেম আরামডাঙ্গা গ্রাম থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে দর্শনার দিকে আসছিল। হঠাৎ তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রামনগর এলাকায় সড়কের পাশে অবস্থিত শ্রীকান্ত দাসের ছেলে লিটন কুমার দাসের নির্মাণাধীন ঘরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনা মুক্তি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে দর্শনা থানা হেফাজতে নিয়ে এসেছে বলে জানান ওসি বিপ্লব।

সারাবাংলা/পিটিএম

কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিহত

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর