Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৮

ঢাকা: দেশে সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গুলশান এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ অভিযোগ করেন। এক দফার আন্দোলন বেগবান করতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ নামের বিএনপিপন্থী একটি সংগঠন এ কর্মসূচি আয়োজন করে।

সংগঠনটির কিছু সংখ্যক নেতা-কর্মী নিয়ে রুহুল কবির রিজভী গুলশান ২ নম্বর থেকে পিং সিটি হয়ে এক নম্বর পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের স্থানে পরিণত করেছে ছাত্রলীগ। কুষ্টিয়াতে এক যুবককে ১০ টুকরা করেছে ছাত্রলীগের সজিব। এ অপকর্মের কথা সে নিজেই স্বীকার করেছে। এখন শুধু বিএনপির ওপর আক্রমণ করছে না। লুটের টাকা ভাগাভাগি করতে নিজেরা নিজেদের হত্যা করছে তারা। তাদের এসব অপকর্মের ফলে দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারির এক তরফা ডামি নির্বাচন করে দখলদার সরকার মনে করেছে, তারা সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এ জমিদার তন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। কারণ, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, যে লড়াই করছে, সেটি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সেটি গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য। এ লড়াই অব্যাহত থাকবে।’

লিফলেট বিতরণে অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, কাজী রফিকুল ইসলাম রফিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমা, মহিলা দলের পান্না ইয়াসমিন, বিএনপি নেতা মো. আশফাকুল ইসলাম সরকার (মনু), ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, রেহেনা আক্তার শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক জিয়ন, সাদেক মিয়া, জাকারিয়া হোসেন ইমন ও ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর