Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বছর বয়সেও রংপুরের হয়ে খেলতে চান তাহির!

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৮

দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন তাহির

বয়স তার ৪৪। এই বয়সেও ‘বুড়ো’ ইমরান তাহির মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তরুণদের মতোই। বিপিএলে খেলতে এসে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এই দক্ষিণ আফ্রিকান স্পিনার। খুলনার বিপক্ষে ৫ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপকে। ম্যাচ শেষে তাহির জানালেন, ৫০ বছর বয়সেও রংপুরের হয়ে বিপিএলে খেলতে চান তিনি!

বিপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন তাহির। আইএলটি-২০ খেলতে বাংলাদেশ ছাড়ার আগে রংপুরের হয়ে ৫ উইকেট পেলেন তাহির। তার বোলিং কিংবা উইকেট উদযাপন, কোথাও নেই বয়সের ক্লান্তি। তাহির জানালেন, বয়স তার কাছে কোন ইস্যুই নয়, ‘আমি শুধু মজা করার জন্যই মাঠে নামি না। প্রফেশনাল ক্রিকেটার হিসাবে আপনাকে চেষ্টার চেয়েও বেশি কিছু করতে হবে। আমার বয়স ৪৫-৪৬-৪৭ যাই হোক তোয়াক্কা করি না। যতদিন ভালো করছি, দলের কাজ করতে পারছি, আশা পূরণ করতে পারছি, আমি খেলে যাবো। খেলাটা উপভোগ করছি। কে জানে ৫০ বছর বয়সে রংপুরের হয়ে খেলে হয়তো বিশ্বরেকর্ডও করব!’

বিজ্ঞাপন

ভাঙ্গা আঙ্গুল নিয়েই খুলনার বিপক্ষে মাঠে নেমেছিলেন তাহির, ‘দেখুন আমি ভাঙ্গা আঙ্গুল নিয়ে খেলেছি। এটাই প্রমাণ করে আমি খেলাটার প্রতি কতোটা শ্রদ্ধাশীল। আমি যখন ২০ বছর বয়সের তরুণ ছিলাম তখন এমন সুযোগ ছিল না। সুযোগ যখন পেলাম তখন বয়স ৩২। এরপর দক্ষিণ আফ্রিকাকে প্রতিনিধিত্ব করা শুরু করলাম, যা আমার স্বপ্ন ছিল। আমি স্বপ্নটাকে এখনো লালন করি, ঘুম থেকে জেগে সেই স্বপ্ন ভাঙতে চাই না।’

আইএলটি-২০ খেলে আবারও বিপিএলে ফিরবেন তাহির। যাওয়ার আগে দলকে শুভকামনা জানিয়ে গেলেন তাহির, ‘পাঁচ উইকেট পাওয়াটা দারুণ, সবাইকে অনেক ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। ২-৩ ম্যাচ মিস করব আমি, তবে আবার ফিরব। আশা করি ফেরার পর দেখব দল জয়ের পথেই আছে। যদিও জয়ের গ্যারান্টি দেওয়া সম্ভব না। তবে সবাই চেষ্টা করছে। আশা করছি ট্রফি জয়ের আগ পর্যন্ত জয়ের ধারা বজায় থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্রিকেট তাহির বিপিএল ২০২৪ রংপুর

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর