‘বিশ্বসেরা’ সাকিবে মুগ্ধ হেলস
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫১
ব্যাটে হাতে এবারের বিপিএলের দ্রুততম ফিফটি করেছেন, বল হাতেও নিয়েছেন ২ উইকেট। ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব আল হাসানে সহজ জয়ে শীর্ষস্থান মজবুত করেছে রংপুর রাইডার্স। ম্যাচ শেষে খুলনার ব্যাটার অ্যালেক্স হেলসও সাকিবকে প্রশংসায় ভাসালেন। হেলস বলছেন, সাকিব কেন বিশ্বসেরা সেটা ম্যাচেই প্রমাণ হয়েছে।
চোখের সমস্যার কারণে ব্যাটিংটা ঠিকঠাক করতে পারছিলেন না সাকিব। এ নিয়ে কম সমালোচনাও শুনতে হয়নি তাকে। গতকাল খুলনার বিপক্ষে দেখা গেলো সেই পুরনো সাকিবকে। বোলারদের উপর তান্ডব চালিয়ে ৩১ বলে ৬৯ রান করেছেন সাকিব। তার ইনিংসে চার ৬টি, ছক্কাও ৬টি। বল হাতেও সফল সাকিব, নিয়েছেন ২ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সে ৭৮ রানের জয় পেয়ে শীর্ষেই আছে রংপুর।
নিজ দল তো বটেই, প্রতিপক্ষের কাছেও প্রশংসা পাচ্ছেন সাকিব। খুলনার হেলস যেমন ম্যাচ শেষে জানালেন, সাকিব কেন বিশ্বসেরা সেটাই প্রমাণ হয়েছে, ‘রংপুর ২০ রান বেশি করেছে। তাদের যদি ২০০ রানের মাঝে আটকে রাখা যেত তাহলে রান তাড়া করার কথা আমরা ভাবতে পারতাম। পিচ ভালো ছিল। সাকিব দারুণ খেলেছে। ২ ওভারে সে ২৬ রান নিয়েছে। এজন্যই সে বিশ্বসেরা। দুর্দান্ত এক ইনিংস খেলেছে সে। আমাদের বোলিংয়ে আরও ভালো করার জায়গা ছিল। আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।’
সাকিব-মিরাজ জুটির প্রশংসায় পঞ্চমুখ হেলস, ‘সাকিব-মিরাজ জুটির ব্যাটিং নজরকাড়া ছিল। অনেক বড় বড় ছক্কা মেরেছে তারা। দেখতে কিন্তু দারুণ লেগেছে। যত ভালো ক্রিকেট হবে টুর্নামেন্টও ততো ভালো হবে। এই দুই ব্যাটার দারুণ খেলেছেন। ওই ২ ওভারেই হয়তো তারা ম্যাচটা আমাদের থেকে কেড়ে নিয়েছে। তাদের পারফরম্যান্স সত্যিই দুর্দান্ত ছিল।’
সারাবাংলা/এফএম