Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৯

কুষ্টিয়া: স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রমজান আলী মন্ডল (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডদেশ প্রাপ্ত আসামি রমজান আলী মন্ডল কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে।

ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি কাজী সাইফুদ্দিন বাপি মামলার নথির বরাত দিয়ে জানান, ভুক্তভোগী স্কুল ছাত্রী ২০১৯ সালের ২২জুলাই বেলা ১২টার দিকে আসামির বাড়ির পাশে ফাঁকা জায়গায় প্রতিবেশি এক বন্ধুর সঙ্গে খেলছিল। এ সময় ভুক্তভোগী ছাত্রীকে আসামি তার বাড়ির একটি ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে।

ওই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে রমজান আলী মন্ডলকে আসামি করে মিরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে মিরপুর থানা পুলিশ একই বছরের ২৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানিতে ভুক্তভোগী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ নয় জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

কাজী সাইফুদ্দিন বাপি বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মাধ্যমে সমাজে এ ধরনের অপরাধ কমে আসবে।’

সারাবাংলা/পিটিএম

কুষ্টিয়া ধর্ষণ স্কুলছাত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর