Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৪

ঢাকা: আম, আনারস, কাঠাল, সবজিসহ মাছ রফতানিতে বড় সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে সেজন্যে দেশে নিরাপদ কৃষি অর্থাৎ গ্যাপ (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) বাস্তবায়ন জরুরি বলে জানান তারা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ সব কথা জানান শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি অন্যান্য কৃষিপণ্য রফতানির সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, ‘আধুনিক সরবরাহ ব্যবস্থা, কুল চেইন, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে আমাদের কৃষি খাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।’

এ সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ জানান, জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষি খাতের উন্নয়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়ের কর্মতৎপরতা আগামীতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

কৃষির উন্নয়নে মন্ত্রণালয়ের গৃহীত কর্ম-পরিকল্পনা বিষয়ে অবহিত করতে এফবিসিসিআই-কে নিয়ে একটি সেমিনার আয়োজন করা হবে বলে জানানো হয় সৌজন্য সাক্ষাতে।

বিজ্ঞাপন

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর ও সরকারি কর্মকর্তারা।

সারাবাংলা/ইএইচটি/একে

এফবিসিসিআই কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর