Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসিক নির্বাচন: মেয়র পদে মনোনয়ন জমা ৭ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বর্তমান মেয়র ইকরামুল হক টিটু। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন কর্মকর্তার তথ্য বলছে, এই সিটি করপোরেশনে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ১৬৪ জন ও সরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এ দিন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

মেয়র পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন— সিটির বর্তমান মেয়র ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টজু, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, আওয়ামী লীগ নেতা ফারামার্জ আল নুর রাজিব, জাতীয় পার্টির শহিদুল ইসলাম স্বপন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বৈধ প্রার্থীরা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। ২৩ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৯ মার্চ ভোট নেওয়া হবে এই সিটিতে।

নির্বাচনে নারী-পুরুষ মিলিয়ে ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯০ জন। একজন মেয়র ছাড়াও ৩৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত ১১ জন নারী কাউন্সিলর নির্বাচন করবেন তারা।

সারাবাংলা/টিআর

ময়মনসিংহ সিটি করপোরেশন ময়মনসিংহ সিটি নির্বাচন মসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর