Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫১

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে শ্রী কৃষ্ণ কুমার (২২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে মেইন ৮৩৪ পিলারের কাছে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হন তিনি। শ্রী কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবনী জেলা সদরের ধুমরিয়া গ্রামের শ্রী রাজগীরের ছেলে।

বিজ্ঞাপন

তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতীয় ওই নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

আটক বিজিবি ভারতীয় নাগরিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর