Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে বিবস্ত্র করে র‍্যাগিং: এবার প্রশাসনের তদন্ত কমিটি

ইবি করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৫

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের গণরুমে এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‍্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন সদস্যের তদন্ত কমিটিকে ‘যত দ্রুতসম্ভব’ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের সই করা এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যসচিব করা হয়েছে সহকারী প্রক্টর মিঠুন বৈরাগীকে। আইন প্রশাসক ড. আনিচুর রহমানকে কমিটির সদস্য রাখা হয়েছে। কমিটিকে ঘটনা যাচাই-বাছাই করে যত দ্রুতসম্ভব প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

আরও পড়ুন- ইবিতে গণরুমে ফের র‍্যাগিং: হল কর্তৃপক্ষের তদন্ত কমিটি

এর আগে একই ঘটনায় ইবির লালন শাহ হল প্রশাসন চার সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। হলের আবাসিক শিক্ষক ড. আলতাফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে গত বুধবার দিবাগত মাধ্যরাত থেকে রাতভর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে র‌্যাগিং, বিবস্ত্র করে রড দিয়ে মারধর, পর্নগ্রাফি দেখানো ও টেবিলের ওপর কাকতাড়ুয়া বানিয়ে রাখার অভিযোগ ওঠে। ইবির লালন শাহ হলের গণরুম তথা ১৩৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ইবি ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি ‘ঘরোয়াভাবে সমাধান’ করায় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ‘বিশেষ চাপ’ দেওয়ায় এ ঘটনায় কোনো অভিযোগ প্রশাসনের কাছে জমা পড়েনি। গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) ঘটনাটি জানাজানি হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন- ইবিতে ফের শিক্ষার্থীকে বিবস্ত্র করে র‌্যাগিংয়ে অভিযুক্ত ছাত্রলীগ

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। অভিযুক্তরা হলেন— শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুদাচ্ছির খান কাফি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাগর ও উজ্জ্বল হোসেনসহ অন্তত পাঁচজন। তারা সবাই ছাত্রলীগের কর্মী ও ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী।

সারাবাংলা/টিআর

ইবিতে র‍্যাগিং ইসলামী বিশ্ববিদ্যালয় টপ নিউজ বিবস্ত্র করে র‌্যাংগং

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর