Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৩

নাটোর: স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার দু’জন হলেন জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের আতাহার আলী (৪২) ও তার ছেলে অন্তর আহম্মেদ (১৯)।

নাটোর র‌্যাব ক্যাম্প থেকে জানানো হয়, গত ৮ ফেব্রুয়ারি সকালে বাগাতিপাড়ার উপজেলার নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন। মামলার পরে গতকাল সন্ধ্যায় র‌্যাব সদস্যরা নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও বাগাতিপাড়া থানায় হস্তান্তর করে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান বলেন, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমও

অপহরণ বাবা-ছেলে গ্রেফতার স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর