৩ ছাগল গেল ভারতে, ফিরল পতাকা বৈঠকে
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫
দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া ৩টি ছাগল ফেরত আনা হয়েছে। ছাগলগুলো বাংলাদেশের চায়না বেগম নামের এক নারীর। পরে মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের কাছে ছাগল ৩টি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ৬নং বিজিবি পোস্টে সীমান্তের শূন্যরেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেন।
ছাগলের মালিক চায়না বেগম ধরন্দা এলাকার বাসিন্দা। তিনি বলেন, ‘ছাগল তিনটি গতকাল খাবারে খেতে বাসা থেকে বের হয়ে যায়, পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করি। তারা আজ পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনেছে। ছাগলগুলো পেয়ে আমি অনেক খুশি।’
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, ‘এক নারীর তিনটি ছাগল ভারতে চলে গিয়েছিল। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজত রেখেছিল। আজ তাদের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ছাগলগুলো ফিরিয়ে আনা হয় এবং স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে সেগুলো মালিককে বুঝিয়ে দেওয়া হয়।’
সারাবাংলা/এমও