Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটা: অর্থদণ্ড কমিয়ে দেওয়ার ঘটনায় নথি তলব

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫

ঢাকা: মৌলভীবাজারে পাহাড় কাটার দায়ে অর্থদণ্ড ১৩ লাখ ২০ হাজার থেকে কমিয়ে এক লাখ টাকা করায় এ সংক্রান্ত নথি তলব করেছে হাইকোর্টে। এ সংক্রান্ত নথি পরিবেশ সচিবকে দাখিল করতে বলেছেন আদালত।

এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহাম্মাদ মাহাবুব-উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সম্পূরক রুলসহ এ আদেশ দেন।

রুলে অর্থ দণ্ড কমানোর রায় (গত ২০২২ সালের ১৯ মে) কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
একই সঙ্গে উক্ত আপিলের নথি আদালতে দাখিলের জন্য পরিবেশ সচিবের প্রতি এ নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল, আইনজীবী নাসরিন সুলতানা। পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জয়চণ্ডী ইউনিয়নের মলাঙ্গী টিলা কাটা বন্ধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট দায়ের করলে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি রুল জারি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পরিবেশের অধিদপ্তর অভিযুক্তকে ১৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। উক্ত জরিমানার আদেশের বিরুদ্ধে অভিযুক্তরা সচিবালয়ে পরিবেশ আপিল কর্তৃপক্ষ বরাবরে আপিল দায়ের করেন।

আপিল শুনানি শেষে ২০২২ সালের ১৯ মে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আপিল কর্তৃপক্ষ অর্থদণ্ড কমিয়ে জরিমানা এক লাখ করার আদেশ দেন। পরে উক্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইচআরপিবির পক্ষে এক সম্পুরক আবেদন দাখিল করে।

বিজ্ঞাপন

আজ শুনানি শেষে আদালত অর্থদণ্ড কমিয়ে দেওয়া আদেশের নথি তলব করেছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/একে

জরিমানা টপ নিউজ নথি তলব হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর