Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যথাযথ বাছাই ছাড়া প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২০

ঢাকা: যথাযথ বাছাই বা গুরুত্ব নির্ধারণ ছাড়া প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের কল্যাণে ও দ্রুত আউটপুট পাওয়া যায় এমন প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার জন্য নির্ধারণ করতে হবে।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একেনেক) বৈঠকে এ নির্দেশ দেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। এসময় উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য আব্দুল বাকী, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব কাউসার আহম্মদ এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, যেসব প্রকল্প শেষের দিকে সেই প্রকল্পের সচিবদের সঙ্গে বসে দ্রুত শেষ করার উদ্যোগ নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘এসব প্রকল্পের যথাযথ অর্থছাড়ের ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে।’ সেই সঙ্গে সমাপ্ত প্রকল্পগুলোর প্রভাব মূল্যায়ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া কোনো জমি পতিত রাখা না রাখার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উৎপাদন বাড়াতে হবে। যাতে কোনো জমি পতিত না থাকে।’

পাশাপাশি বিদেশি ঋণের যথাযথ ব্যবহার করতেও নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এক্ষেত্রে তিনি বলেছেন, ‘পাইপলাইনে যাতে বৈদেশিক ঋণের অর্থ পড়ে না থাকে সেদিকে নজর রাখতে হবে। সেইসঙ্গে জলবায়ু তহবিল থেকে এডিবিসহ যেসব সংস্থা ঋণ দিচ্ছে চাচ্ছে তাদের ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করতে হবে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব প্রকল্পের যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা সম্ভব সেগুলো যেন দেশেই উৎপাদন করা হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

এদিন অনুষ্ঠিত হওয়া একনেক বৈঠকে ৯ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৯০৯ কোটি টাকা, বাস্তবায়নকারী সংস্থা থেকে ২৯০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে মিলবে ২৫৪ কোটি টাকা।

সারাবাংলা/জেজে/এমও

প্রধানমন্ত্রী যথাযথ বাছাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর