Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে উল্টে গেল পাথরবোঝাই ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩১

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সড়কে একটি পাথরবোঝাই ট্রাক উল্টে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের ইসলামপুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, রাজস্থলীতে সীমান্ত সড়কের বিলাইছড়ি ফারুয়া ও ধুমধুমিয়া সড়কের নির্মাণ কাজে ব্যবহারের জন্য এসব পাথর নেওয়া হচ্ছিলো। দুর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে করে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে সড়কের এক পাশ দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল ও মানুষজন হেঁটে পার হতে পাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাজস্থলীতে সীমান্ত সড়কের একটি পাথরবোঝাই ট্রাক উল্টে গেছে। পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ট্রাকটি আনলোড করে ট্রাকটি সড়কের ওপর থেকে সরিয়ে নেবে।

সারাবাংলা/এনইউ

উল্টে ট্রাক পাথরবোঝাই রাঙ্গামাটি

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর