Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাটের উৎপাদন বাড়াতে সব সুযোগ কাজে লাগাতে হবে: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩২

ঢাকা: দেশে পাটের উৎপাদন বাড়াতে সব ধরনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। একইসঙ্গে পাটবীজের আমদানি কমিয়ে ভবিষ্যতে যেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায় সে লক্ষ্যেও কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) পাটের জিনোম সেন্টার, সাফল্য ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আব্দুল আউয়াল।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশে পাটের উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘উৎপাদন বাড়াতে গবেষণার বিকল্প নেই। এক সময় দেশের পাটের সুনাম ছিল। সেই সুনাম আবার ফেরাতে হবে। তিনি আরও বলেন, ভারত থেকে পাটবীজ কিনে আনতে হবে কেন? আমরা আশা করি পাটবীজের চাহিদা বাংলাদেশই পূরণ করতে হবে।’

লিখিত বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে জিওটেক্সটাইলের অভ্যন্তরীণ বাজার প্রায় ৭০০ কোটি টাকার। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, রেল, সড়কসহ সরকারের বিভিন্ন বিভাগের অবকাঠামো তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে জিওটেক্সটাইলের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শুধু বাংলাদেশে নয় বিশ্বজুড়ে নানা কাজে মেটাল নেটিং বা পলিমার থেকে তৈরি সিনথেটিক জিওটেক্সটাইলের পরিবর্তে পরিবেশবান্ধব ও উৎকৃষ্ট জুট জিওটেক্সটাইলের কদর বাড়ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে পাটকাঠির কালো ছাইয়ের (চারকোলের) প্রধান আমদানিকারক দেশ হচ্ছে চীন। বর্তমানে চীন ছাড়াও তাইওয়ান, জাপান, হংকং ও ব্রাজিলেও চারকোল রফতানি হচ্ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

কৃষিমন্ত্রী পাটের উৎপাদন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর