Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৩

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কাঠের খড়িবাহি ট্রলির দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পুঠিয়ার ধাধাস এলাকার হানিফের ছেলে হাবিব আলী (২৩), কামাড় ধাধাসে এলাকার মোফাজ্জল হোসেন (৩৭)। এদের একজন ট্রলিচালক, অন্যজন সহকারি।

রেলওয়ে জিআরপি থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপাল কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল চারটায় রাজশাহী রেল স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ছেড়ে যায়। পবার উপজেলার মোহনপুরে খড়ি বোঝায় একটি ট্রলি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক ও সহকারির মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসে সদস্যরা মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে অপমৃত্যুর মামলা করা হবে।

রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, দুর্ঘটনার কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্থ হয়েছে। ট্রেনটি হরিয়ান স্টেশনে দাঁড় করানো হয়েছে। পরে আরেকটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে ঢাকা পাঠানো হয়েছে। এতে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে রেলক্রসিং ছিল না। জায়গাটি একেবারে অরক্ষিত বলা যায়। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি বলেন, আমরা সেখানে রেলক্রসিং তৈরি ব্যবস্থা করব। এ ধরনের দুর্ঘটনা কাম্য নয়।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ ট্রলিচালক ট্রেন ধাক্কা নিহত রাজশাহী সহকারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর