Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর সিটির প্যানেল মেয়র নিয়োগের সিদ্ধান্ত বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪০

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র পদে তিন কাউন্সিলরকে মনোনীত করে জারি করা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (১২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালতে গাসিক সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। অপর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজু।

এর আগে গত ১৫ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্যানেল মেয়র পদে তিন কাউন্সিলরকে মনোনীত করে জারি করা আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে তিন কাউন্সিলরকে প্যানেল মেয়র মনোনীত করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্থানীয় সরকার সচিব, গাসিক মেয়র, গাসিকের সচিব, প্যানেল মেয়র হিসেবে মনোনীত হওয়া তিন কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়।

ওইদিন আইনজীবী দেওয়ান মুহাম্মদ আসাদ সারাবাংলাকে বলেছিলেন, আইনের ব্যত্যয় ঘটিয়ে গত বছরের ১৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান এবং সংরক্ষিত ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি সরকারকে প্যানেল মেয়র হিসেবে মনোনীত করে আদেশ জারি করা হয়। তারা পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম নুরু গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট দায়ের করেন।

এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) তৃতীয় পরিষদের প্রথম সভায় উপস্থিত কাউন্সিলররা মেয়র জায়েদা খাতুনকে তিন প্যানেল মেয়র মনোনয়নের দায়িত্ব দেন।

এরপর গত ১৫ অক্টোবর গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল, মো. মিজানুর রহমান এবং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাখি সরকারকে প্যানেল মেয়র মনোনীত করে আদেশ জারি করে।

সারাবাংলা/কেআইএফ/একে

গাজীপুর গাসিক টপ নিউজ প্যানেল মেয়র হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর