Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অধিদফতরের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আলামিন হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনী পাড়ার আব্দুল হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ উপ-পরিদর্শক শাহাবুল আলম জানান, আলামিন হোসেন সকাল ৮টার দিকে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে জাফরপুর যাচ্ছিলেন। পথিমধ্যে যুব উন্নয়ন অধিদফতরের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

চুয়াডাঙ্গা দুর্ঘটনা নিহত মোটরসাইকেল যুবক

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর