Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মিনিট নয়, ৮ মিনিট পরপর আসবে মেট্রোরেল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৬

ঢাকা: মেট্রোরেল চলাচলের সময় আরও দুই মিনিট কমানোর চিন্তা করা হচ্ছে। বর্তমানে ১০ মিনিট পর পর ট্রেন ছাড়ছে। দুই মিনিট কমানো হলে ৮ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘যাত্রী সংখ্যা বেড়ে যাওয়া ও যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই সময় কমানোর চিন্তা করা হচ্ছে।’

মেট্রোরেল বেশ জনপ্রিয় পরিবহনে পরিণত হয়েছে এবং যাত্রী সংখ্যা উপচে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এ অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে মেট্রোরেল চালু হবে কিনা তা কয়েকবছর আগেও স্বপ্নের মতো ছিলো। মেট্রো তো এমন বিষয় না যে যখন তখন বগি বাড়ানো যাবে। পৃথিবীর কোনো দেশে পাঁচটার বেশি বগি নেই। এটা কোনো সাধারন ট্রেন না। বগি বাড়ানোর সুযোগ নেই। এক লাইনে নতুন করে ট্রেন বাড়ানোরও সুযোগ নেই। তবে অন্য লাইনগুলো চালু হলে ট্রেন বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা সময়টা কমিয়ে আনার চেষ্টা করছি। বর্তমানে দশ মিনিট ফ্রিকোয়েন্সি রয়েছে, সেটাকে দুই মিনিট কমিয়ে ৮ মিনিট করার চিন্তা করা হচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে।’

প্রকল্পে বরাদ্দ কমানো নিয়ে প্রশ্নের জবাবে ওবায়ুদল কাদের বলেন, ‘আমাদের ইচ্ছা নেই বরাদ্দ কমানোর।’

সারাবাংলা/জেআর/এমও

টপ নিউজ মেট্রোরেল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর