Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমদানি স্বাভাবিক, তবু রমজানের আগেই বাড়ল ছোলার দাম

সোহেল রানা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪২

দিনাজপুর: রমজানে বাড়তি চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছোলা আমদানি শুরু হয়েছে। তবে আমদানি স্বাভাবিক থাকলেও সপ্তাহের ব্যবধানে হুট করে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে পণ্যটির দাম। এতে কিছুটা বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, হিলি স্থলবন্দরের পাইকারি আড়তে প্রতিকেজি ছোলা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৮৯ থেকে ৯০ টাকা কেজি দরে। যা সপ্তাহখানেক আগে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৮৬ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

রমজান আসার আগেই শুল্ক ফ্রি পণ্যটির দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে (১০ ফেব্রুয়ারি) এখন পর্যন্ত এই বন্দর দিয়ে ভারত থেকে ১০০ ট্রাকে ২ হাজার ৮০০ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। এসব আমদানি করা ছোলা শুল্ক ছাড়াই ছাড় করা হচ্ছে।

সিজার হোসেন নামের একজন পাইকার বলেন, ‘বন্দরে হুট করে ছোলার দাম বেড়েছে, এতে করে আমাদের ব্যবসা করতে সমস্যা হচ্ছে। কারণ আমরা এখান থেকে ছোলা কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাই, কিন্তু দাম বাড়ার কারনে অর্ডার পাচ্ছি খুব কম। এতে আমাদের ইনকাম কমেছে আগের থেকে অনেকটাই।’

হিলি বাজারের খুচরা বিক্রেতা অলক কুমার বলেন, ‘আগে আমরা বন্দর থেকে ৮৫/৮৬ টাকা কেজি দরে ছোলা কিনে এনে খুচরা বাজারে ৯০ টাকা দরে বিক্রি করেছি। এখন বর্তমান বন্দরের ৯০ থেকে ৯২ টাকা দরে কিনতে হচ্ছে আর খুচরা বাজারে বিক্রি করতেছি ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। দাম বাড়ায় বেচাকেনা কমেছে কিছুটা।’

হিলি বাজারে একজন ক্রেতা বলেন, ‘কিছুদিন আগে বাজার থেকে ছোলা কিনে নিয়ে গেলাম ৮০ টাকা ৮৫ টাকা কেজি, আজকে বাজারে সেই ছোলা কিনলাম ১০০ টাকা কেজি। রমজানের আগেই কেজিতে প্রায় ২০ টাকা বাড়তি দরে কিনতে হচ্ছে ছোলা।’

বিজ্ঞাপন

হিলি স্থলবন্দরের আমদানিকারক রবিউল ইসলাম সুইট বলেন, ‘রমজানকে কেন্দ্র করে আমরা হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে ছোলা আমদানি করছি। তবে ভারতে ছোলা দাম বৃদ্ধি ও ডলার রেট বাড়ার কারণে ছোলা আমদানি করে আমাদের লোকসান গুণতে হচ্ছে। যদিও ছোলার শুল্ক ফ্রি, তবে প্রতিকেজি ছোলা আমদানিতে প্রায় ৯০ থেকে ৯২ টাকা খরচ পড়ে যাচ্ছে। এতে বাজারে বিক্রি করতে লোকসান গুনতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রতি মেট্রিক টন ছোলা ৭৫০ থেকে ৭৬০ ডলারে আমদানি করতে হচ্ছে এবং ব্যাংকগুলোতে ১১৮ থেকে ১২২ টাকা দরে ডলার কিনতে হচ্ছে। ফলে খরচ বাড়ার কারণে আমদানি কম হচ্ছে এবং দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে।’

সারাবাংলা/এমও

আমদানি ছোলার দাম রমজান শুল্ক ফ্রি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর