Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকেরগঞ্জে ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৩৯

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে একটি ট্রলি উল্টে প্রাণ গেছে চালকের। এ সময় আহত হয়েছেন আরও দু’জন। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন টিঅ্যান্ডটি সড়ক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান (৩২) উপজেলার ভরপাশা ইউনিয়নের বটতলা গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বরিশাল থেকে বাকেরগঞ্জে আসা একটা বাস টিঅ্যান্ডটি সড়কের সামনে ঘুরিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। ওই সময় লেবুখালি থেকে আসা দ্রুতগতির একটি ট্রলি বাসের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা তিন জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চালক মেহেদিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সারাবাংলা/এমও

চালক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর