Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫৬

নওগাঁ: দ্বাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে এর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে নওগাঁ-২ আসন শুরু হয়েছে ভোট, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, রোববার সকাল থেকে ভোটগ্রহণে স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ বিভিন্ন উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন ভোর ৫টার দিকে পত্নীতলা উপজেলা কার্যালয় থেকে ব্যালট পেপার বিতরণ শুরু করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা টুকটুক তালুকদার।

বিজ্ঞাপন

নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করঠছেন ৮০৪ জন। ভোটের দিন ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও মাঠে নেমেছেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন ও সাধারণ কেন্দ্রে ১৫ জন করে পুলিশ ও আনসার সদস্য রয়েছে। এছাড়াও গড়ে প্রতি চারটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম রয়েছে।

এবার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটযুদ্ধে লড়ছেন ৪জন প্রার্থী। ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন।

স্থানীয়রা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় চারজন থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ নওগাঁ-২ ভোট শুরু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর