Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর-রুনি হত্যার বিচার দাবি, আইনমন্ত্রীর পদত্যাগ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৫ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩০

ডিআরইউ প্রাঙ্গণে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের বক্তব্যের সমালোচনা করেছেন সাংবাদিকরা। তারা আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। পাশাপাশি দ্রুতই আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছেন তারা।

রোববার (১১ ফেব্রুয়ারি) সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা এসব দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে। কিন্তু এরপর এক যুগ পার হয়ে গেলেও মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী সংস্থাগুলো এখন পর্যন্ত ১০৫ বার আদালতের কাছ থেকে সময় নিয়েছে। কিন্তু হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত ছিল, সে বিষয়ে কোনো ধরনের তথ্য জানাতে পারেনি তদন্ত সংস্থাগুলো।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, গত ১ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক এক অনুষ্ঠানে বলেছেন, দোষীদের সঠিকভাবে শনাক্ত করতে তদন্তে যতটা সময় লাগে, তা দিতে হবে। এর জন্য প্রয়োজনে ৫০ বছর লাগলে সেই সময়ও দিতে হবে।

রোববার সাগর-রুনি হত্যাকাণ্ডের ১২ বছর পূর্ণ হয়েছে। ছবি: সারাবাংলা

ডিআরইউয়ের সহসভাপতি শফিকুল ইসলাম শামীম বলেন, ‘১২ বছর ধরে আমরা একই জায়গায় প্রতিবাদ করে আসছি সাগর-রুনির বিচার দাবিতে। কিন্তু কিছুদিন আগে আইনমন্ত্রী যা বলেছেন, তাতে আমরা আরও বেশি মর্মাহত হয়েছি। সরকারের দায়িত্বপ্রাপ্ত কারও কাছ থেকে এমন মন্তব্য আমরা কোনোভাবেই আশা করি না।’

বিজ্ঞাপন

আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক সাঈদ খান বলেন, ‘আমরা ৫০ বছর অপেক্ষা করব না। আইনমন্ত্রীর পদত্যাগ চাই।’

ডিআরইউয়ের সদস্য ফারহানা জ্যোতি বলেন, ‘আমাদের সাংবাদিক নেতারা যদি আরও একটু আন্তরিক হতেন, তাহলে হয়তো সাগর-রুনি হত্যার বিচার আরও ত্বরান্বিত হতো। সরকারও আন্তরিক হলে এই মামলার জট খুলে যেত।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হবে। কিন্তু ৪৮ দিন, ৪৮ মাস নয়, ১২ বছর পার হয়ে গেছে। কিছুদিন আগে আইনমন্ত্রী বলেছেন, বিচারের জন্য ৫০ বছর লাগতে পারে। আমরা তার বক্তব্য বুঝতে পেরেছি। কিন্তু আপনিও আমাদের কথা বোঝার চেষ্টা করেন— এই হত্যাকারীদের বিচার হবে এবং যারা এই হত্যাকারীদের বিচার করেনি, তাদেরও বিচার হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, ‘আমি মনে করি, আমরা ১২ বছর ধরে নাটক করছি। আমরা যদি সত্যি সত্যি সাগর-রুনি হত্যার বিচার চাইতাম, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী-পুলিশের সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক থাকত না।’

ডিআরইউয়ের সাবেক সভাপতি মোরসালীন নোমানী ও শাহেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব ও সাজ্জাদ আলম খান তপু, ডিইউজের সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ, ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহেদ চৌধুরীসহ অন্যরা সমাবেশে বক্তব্য রাখেন।

সারাবাংলা/টিআর

আইনমন্ত্রী ডিআরইউ মেহেরুন রুনি সাগর সারোয়ার সাগর-রুনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর