অর্ধেক কেটে রাখা গাছের নিচে বিশ্রাম, চাপা পড়ে মৃত্যু
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৩
চুয়াডাঙ্গা: গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। একটু বিশ্রাম নিতে বসে পড়েন অর্ধেক কেটে রাখা এক গাছের নিচে। সেটাই কাল হলো সাইদুল ইসলামের (৩২)। গাছটি তার বুকের ওপর পড়লে প্রাণ হারিয়েছেন তিনি।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে ঘটেছে এ ঘটনা। সাইদুল ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাগানে গাছ কাটার কাজ করছিলেন।
সাইদুল ইসলাম উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের গাজী পাড়ার মরহুম মোনজের আলীর ছেলে। তিনি পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন।
কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সন্তোষপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে তালেব হোসেনের বাগানে সাইদুলসহ ১১জন শ্রমিক শিশু গাছ কাটছিলেন। গাছ কাটার একপর্যায়ে সাইদুল ক্লান্ত হয়ে অর্ধেক কাটা হেলানো একটি শিশু গাছের নিচে বসেন বিশ্রাম নিতে। এ সময় হঠাৎ গাছটি হেলে তার বুকের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন সাইদুল।
আব্বাস উদ্দিন বলেন, যে শ্রমিকরা সাইদুলের সঙ্গে কাজ করছিলেন, তারা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইয়াসিন আরাফাত বলেন, হাসপাতালে আনার আগেই সাইদুল ইসলামের মৃত্যু হয়েছিল। আমরা শুধু তাকে মৃত ঘোষণা করেছি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। সে কারণে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর