Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে ২ ‘আঞ্চলিক দলের গোলাগুলি’তে শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২২

গুলিবিদ্ধ শিশু রোমিও ত্রিপুরা। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুটি আঞ্চলিক দলের মধ্যকার গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাজেক ইউনিয়নের শিয়ালদহলুই মৌজায় এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিয়ালদহলুই মৌজার গন্ডাছড়া ও মালেংপাড়ার মাঝামাঝি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলিতে আহত শিশুর নাম রোমিও ত্রিপুরা (৭)। সে শিয়ালদহলুই মৌজার প্রবেন ত্রিপুরার ছেলে। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চিকিৎসার জন্য সাজেকের কংলাকে নিয়ে যাওয়ার খবর মিলেছে। তবে ঘটনাস্থলটি প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রোববার দুপুরে ওই এলাকায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতেই গুলিবিদ্ধ হয় শিশু রোমিও। ঘটনাটি নিয়ে দল দুটির কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘দুপুরের দিকে আঞ্চলিক দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সাত বছরে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি। তবে কোন কোন দলের মধ্যে গোলাগুলি হয়েছে, তা জানা যায়নি।’

শিয়ালদহলুই মৌজার কারবারি ভুজন ত্রিপুরা বলেন, ‘শিশুটির পেটে গুলি লেগে গুরুতর আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খানের দুইটি অফিশিয়াল ফোন নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী জানান, এরকম কোনো ঘটনার খবর তারা পাননি। ঘটনাটি নিয়ে খোঁজ নেবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত দুই মাসে খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে গুলিতে ইউপিডিএফের আট নেতাকর্মী নিহত ও একজন আহত হন। খাগড়াছড়ির পৃথক দুই খুনের ঘটনায় প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ প্রতিপক্ষ রাজনৈতিক দল ইউপিডিএফকে (গণতান্ত্রিক) দায়ী করলেও সাজেকের খুনের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে দুটি আঞ্চলিক দলই নিজেদের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি দুপুরে সাজেকে দুপক্ষের গোলাগুলিতে স্থানীয় এক শিশু আহতের খবর এলো।

সারাবাংলা/টিআর

পাহাড়ে খুন পাহাড়ে গোলাগুলি রাঙ্গামাটি শিশু গুলিবিদ্ধ সাজেক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর