Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সৌন্দর্য দেখে কবিতা লিখলেন ফিলিপিনের রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১১

চট্টগ্রাম ব্যুরো: বন্দরনগরী চট্টগ্রাম দেখে আপ্লুত হয়েছেন ফিলিপিনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র। তাৎক্ষণিকভাবে চট্টগ্রামকে নিয়ে লেখা একটি কবিতা পড়ে শুনিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীকে। একইসঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার জন্য মেয়রকে তাগিদ দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যালয়ে মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপিনের রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

শনিবার চট্টগ্রাম সফরে এসে ফৌজদারহাটের ডিসি পার্কে ফুল উৎসবের একটি আয়োজনে অংশ নেন ফিলিপিনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র। রোববার তিনি চসিক মেয়রের দফতরে সৌজন্য সাক্ষাতে যান।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, প্রাণবন্ত সাক্ষাতে ফিলিপিনের রাষ্ট্রদূত চসিক মেয়রকে নিজের লেখা ‘অড টু চিটাগং’ কবিতা পড়ে শোনান। তিনি বলেন, ‘চট্টগ্রামে রিকশা এবং রিকশার পেইন্টিং আমার কাছে চমৎকার লেগেছে। পাহাড়, নদী, গাছ আর রঙিন ফুলে ভরা চট্টগ্রামের উচিৎ পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করা। চট্টগ্রামের সৌন্দর্যে আমি এতটা মুগ্ধ যে চট্টগ্রাম নিয়ে কবিতা লিখেছি।’

‘আমি মনে করি পর্যটন খাত চট্টগ্রামকে বিশ্বের একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে পারে। বিশেষ করে যেহেতু চট্টগ্রামে বিদেশি বিনিয়োগকারীরা নিয়মিত আসে সেহেতু ব্যবসায়ীক কাজের অবসরে তারা বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরে বেড়াতে পারবে। ফলে চট্টগ্রাম কেবল বাণিজ্যিক নগরীই নয় বরং অবসর বিনোদনের নগরীতেও পরিণত হবে।’

মেয়র মুক্তিযুদ্ধ ও রাজনীতি নিয়ে নিজের লেখা বই রাষ্ট্রদূতকে উপহার দেন। তিনি বলেন, ‘এশিয়ার দুই দেশ বাংলাদেশ এবং ফিলিপিনের মাঝে বিদ্যমান সুসম্পর্ককে কাজে লাগালে দুটি দেশই আর্থিক ও সাংস্কৃতিক দিক থেকে লাভবান হতে পারে। ব্যাপক বিনিয়োগের ফলে চট্টগ্রাম বৈদেশিক বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। ফিলিপিন এ সোনালি সুযোগকে কাজে লাগাতে চট্টগ্রামে বিনিয়োগ করলে বেশ লাভবান হবে।’

বিজ্ঞাপন

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, ফিলিপিন দূতাবাসের তৃতীয় সচিব ও ভাইস কনসাল মারিয়া তানিয়া বি গৌরানো, কমিউনিকেশন অফিসার জন এল পাসোক, চট্টগ্রামে ফিলিপিনের অনারারি কনসাল জেনারেল আবদুল আউয়াল এবং ফিলিপিন কনস্যুলেট চট্টগ্রামের চীফ অফ স্টাফ শেখ হাবিবুর রহমান ছিলেন।

সারাবাংলা/আরডি/একে

চট্টগ্রাম টপ নিউজ ফিলিপিন রাষ্ট্রদূত মেয়র রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর