Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৪

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে কমেছে দেশীয় পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা। দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছেন আড়তে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে যা একদিন আগেও বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ কেজি দরে। একদিনের ব্যবধানে কেজিতে কমেছে ২০ থেকে ৩০ টাকা।

বিজ্ঞাপন

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিক নামের একজন ক্রেতা বলেন, ‘হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম বাড়ে আবার কমে এতে করে আমাদের বাজার করতে সমস্যা হয়। দুইদিন আগে ১১০ টাকা কেজি দরে কিনেছি আজকে কিছুটা দাম কমেছে আজ কিনলাম ৮০ টাকা কেজি দরে। নিয়মিত বাজার মনিটরিং করলে দাম আরও কমে আসবে।’

হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের চাহিদা বেশ রয়েছে। যে কারণে পাবনা ও বগুড়া থেকে দেশি পেঁয়াজ কিনে এনে আমরা বিক্রি করি। তবে কয়েকদিন থেকে আড়তে পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দামটি বেশি ছিল আবার আড়তে সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমেছে। আমরা পেঁয়াজ কম দামে কিনতে পারছি তাই কম দামে বিক্রি করতেছি।’

সারাবাংলা/একে

টপ নিউজ পেঁয়াজ হিলি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর