‘আন্দোলন বেগবান’ করতে বিএনপির নতুন কর্মসূচি
স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৪
ঢাকা: এক দফার ‘আন্দোলন বেগবান’ করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির আওতায় আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহিদ বাংলাদেশি নাগরিকদের স্মরণে আগামী ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মাগফিরাত কামনাও করবে দলটি।
এ ছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রোববার ও সোমবার দেশের সব উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি রয়েছে বিএনপির।
সারাবাংলা/এজেড/একে