Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৬ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১১

যশোর: যশোরে মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারধর করে বলে প্রাথমিক তথ্য মিলেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় চোর সন্দেহে তাকে মারধর করে স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম ফয়েজুল গাজী (২৭)। তিনি যশোর সদর উপজেলার গোলদার পাড়া সুতিঘাটা গ্রামের জালাল উদ্দিন গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, রোববার সকাল ১০টার দিকে রাজারহাট রামনগরের সুতিঘাটা এলাকায় চোর সন্দেহে তাকে মারপিট করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ভাতিজা বাদল জানান, তার চাচা একটি ইটভাটায় কাজ করে। ভাটা থেকে কাজ করে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে গিয়ে এক কারখানার মধ্যে দড়ি দিয়ে বেঁধে হাতুড়ি, রড দিয়ে মারপিট করে স্থানীয়রা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মারধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। চোর সন্দেহে তাকে স্থানীয় জনতা মারপিট করে বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ঘটনায় ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর