Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন-ভাতা পরিশোধের দাবিতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪২

মুন্সীগঞ্জ: দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মুন্সীগঞ্জে আউটসোসিংয়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচি পালন করেন। মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক আউটসোসিং কর্মী এতে অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করেন প্রায় দুই বছর ধরে তাদের বেতন-ভাতা দেন না কর্তৃপক্ষ। এ কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।

সারাবাংলা/এমও

কর্মবিরতি বেতন-ভাতা স্বাস্থ্যকর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর