Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসের নিচে ঢুকে গেল মোটরসাইকেল, শিক্ষার্থী নিহত


১১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৩

বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার এক বন্ধু। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার রহমতপুর সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত তাজনিম রহমান খান শ্রাবণ (২০) গাজীপুরের ধনুয়া এলাকার সাইদুর রহমান খানের ছেলে। তিনি বাবুগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র ছিলেন। উপজেলার মাধপাশা ইউনিয়নের মোহনগঞ্জ বাজারের পাশে নানার বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত মো. মারুফ (২০) একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস পটুয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রহমতপুর সেতু থেকে মোটরসাইকেলে করে শ্রাবণ ও মারুফ এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। পথে সেতুর ঢালে বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই শ্রাবণ মারা যান। গুরুতর আহত মারুফকে হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে মোটরসাইকেলসহ আরোহীকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই শ্রাবন মারা যান।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. শামীম হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পরপর বাস রেখে পালিয়ে যান চালক। পরে মরদেহ ও বাস পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বরিশাল বাবুগঞ্জ উপজেলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর