Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য-মাহমুদউল্লাহর ‘স্মার্ট ক্রিকেটে’ মুগ্ধ ম্যাককয়

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৪

সৌম্য-রিয়াদে জয় পেয়েছে বরিশাল

দুর্দান্ত ঢাকার বিপক্ষে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ফরচুন বরিশাল। এরপর সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এক জুটিতে বড় স্কোর দাড় করায় বরিশাল। ঢাকার বিপক্ষে সহজ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এই জুটিই। ম্যাচ শেষে বরিশাল পেসার ওবেদ ম্যাককয় জানালেন, সৌম্য-রিয়াদের স্মার্ট ব্যাটিংয়ে মুগ্ধ তিনি।

চতুর্থ উইকেট জুটিতে ৮৫ বলে ১৩৯ রান তোলেন সৌম্য-রিয়াদ। মাহমুদউল্লাহ মাত্র ৪৭ বলে ৭টি চার ৪টি ছক্কায় ৭৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে। শেষ দিকে সৌম্য সরকারের সঙ্গে ঝড়ে যোগ দেন শোয়েব মালিক। সৌম্য শেষ পর্যন্ত ৪৮ বলে ৪টি চার ৬টি ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন। এই দুজনের কারণেই ১৮৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় বরিশাল। শেষ পর্যন্ত ঢাকার বিপক্ষে ৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা।

বিজ্ঞাপন

সৌম্য-রিয়াদের এমন ঝড় মুগ্ধ করেছে প্রথম ম্যাচ খেলতে নামা ম্যাককয়কে, ‘উইকেট তখন অতটা বাউন্সি ছিল না। রিয়াদ-সৌম্য স্মার্ট ক্রিকেট খেলেছে। তারা লেন্থ বলের জন্য অপেক্ষা করেছে। দুজনের ফুটওয়ার্ক ভালো ছিল। তারা উভয়েই বোলারদের চাপে রেখেছে। এজন্যই তারা বোলারদের চেয়ে এগিয়ে ছিল। দারুণ সব ক্রিকেটীয় শট খেলেছেন তারা।’

বিপিএলে নিজের প্রথম ম্যাচটা বেশ উপভোগ করেছেন ম্যাককয়, ‘এটা দারুণ একটা অভিজ্ঞতা। প্রথম বল থেকেই মজা করেছি। কোনও চাপ আসলে অনুভব করিনি, ইতিবাচক চিন্তাই ছিল। আমি বোলার হিসাবে ভিন্ন ধরনের স্কিলের অধিকারী, সবারই আলাদা স্কিল থাকে। আমার মনে হয় উইকেট বুঝে নিজের বোলিংয়ে বৈচিত্র্য আনা উচিত।’

ঢাকার বিপক্ষে দারুণ বোলিং করে ২ উইকেট নিয়েছেন ম্যাককয়। মিরপুরের পিচের বাউন্স দেখে খানিকটা অবাক তিনি, ‘দ্বিতীয় ইনিংসে উইকেটে বাউন্স ছিল। আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি ছিল। আমি ভেবেছিলাম পিচ হয়ত স্পিন সহায়ক হবে। প্রথম বলে বাউন্স দেখে আমি অবাক হয়েছিলাম। অস্ট্রেলিয়ার উইকেটের চেয়েও বেশি বাউন্স ছিল।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ বিপিএল ২০২৪ মাহমুদউল্লাহ সৌম্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর