Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২৩

কানায় কানায় পূর্ণ ইজতেমা এলাকা

ঢাকা: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে আজ শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এদিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে।

ইজতেমা সূত্রে জানা গেছে, রোববার ফজরের পর বয়ানে থাকবেন মুফতি মাকসুদ (ভারত)। বাংলা তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), আখেরি মোনাজাত বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ থেকে ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে অংশগ্রহণ করেন মাওলানা মুহাম্মাদ জুবায়ের আহমদের অনুসারীরা।

সারাবাংলা/পিটিএম

আখেরি মোনাজাত ইজতেমা টপ নিউজ দ্বিতীয় পর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর