Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫৪

যশোর: এলাকার আধিপত্য নিয়ে পূর্ব শত্রুতার জেরে যশোর শহরের শংকরপুরে জুম্মান সরদার (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। নিহত জুম্মানের নামে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, সন্ধ্যায় জুম্মান ব্যক্তিগত কাজে রেল স্টেশন এলাকায় যান। এসময় একদল দুর্বৃত্ত তাকে তাড়া করে রেল বাজারে নিয়ে আসে। সেখানে প্রকাশ্যে ৪-৫ জন তাকে ছুরিকাঘাত করে। এসময় জুম্মান অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার মোহম্মদ আল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, তার পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, যেকোনো একটির প্রতিপক্ষের হাতে সে খুন হতে পারে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সারাবাংলা/এমও

ছুরিকাঘাত যশোর যুবক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর