সীমান্তে গোলাগুলি নিয়ে আমরা উদ্বিগ্ন: জি এম কাদের
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৮
রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের বলেছেন, ‘মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় সরকারের অবস্থান অস্পষ্ট। আমরা সীমান্তের গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন।’
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জেলা, মহানগর ও অন্যান্য সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মীসভায় এসব কথা বলেন।
কূটনৈতিকভাবে এই সমস্যা সমাধান করা উচিত উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘মিয়ানমারের সৈন্যরা দেশে ঢুকে পড়লে সরকারের করণীয় নিয়ে সিদ্ধান্ত থাকতে হবে। দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে সরকারকে সেই বক্তব্য তুলে ধরতে হবে। আমরা সীমান্তের গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘মিয়ানমারে যুদ্ধের কারণে একবার ১২ লাখ রোহিঙ্গা দেশে এসেছে। এখন যদি নতুন করে আরও আসে, তবে নিশ্চিতভাবে সেটি আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে। তখন দেশে সমস্যা আরও ব্যাপকভাবে হবে। এজন্য সরকারকে সর্তক থাকতে হবে।’
আসন্ন রমজানে সরকার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে না উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, তা কার্যকর হচ্ছে না।’
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও