Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে প্রতীকী জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৪ দিনব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন। এবারের অষ্টম আসরের প্রতিপাত্য ছিল ‘সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী সুনীল অর্থনীতির প্রসারে বিশ্বব্যাপী অংশীদারিত্ব বৃদ্ধি’।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে। ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন’ (সিইউমুনা) আয়োজিত প্রতীকী জাতিসংঘ শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

সম্মেলনে ১০টি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটিগুলো হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডাইসেক), জাতিসংঘ মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), আর্কটিক কাউন্সিল, পেট্রোলিয়াম রপ্তানিকারক সংস্থা (ওপেক), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), বাংলাদেশ জাতীয় সংসদ, আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)।

এসব কমিটিতে বিভিন্ন দেশের হয়ে প্রায় তিন শতাধিক তরুণ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। যুক্তিতর্ক উপস্থাপন, কূটনীতি পরিচালনা ও দলবদ্ধভাবে কাজ করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, সুনীল অর্থনীতির বিস্তার ও এর টেকসই বিকাশে সম্ভাব্য বাধা উত্তরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, সময়োপযোগী সমাধান নিরূপণ ও ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যলায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এ অধিবেশনে অংশ নেন। ভারত, মালয়েশিয়া, সিয়েরা লিওন দিয়েছে জাতিসংঘ বাংলাদেশ, ভাইয়া গ্রুপ, এএইচজেড এসোসিয়েটস, অ্যাসপায়ারিং বাংলাদেশ, টিচ ফর বাংলাদেশ ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার।

বিজ্ঞাপন

শনিবার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সিউমুনার উপদেষ্টা এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ উপস্থিত ছিলেন।

এছাড়া সিউমুনার ট্রাস্টি বোর্ডের সদস্য ইজাজ মাহমুদ ফুয়াদ এবং আহসান হাবিব ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউমুনার মোহাম্মদ নাঈম উদ্দিন।

সারাবাংলা/আইসি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলন