Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দিনে ইবাদত-বন্দেগিতে মশগুল মুসল্লিরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:২০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৬

গাজীপুর: বিশ্ব ইজতেমার শেষ পর্বের দ্বিতীয় দিন শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে লাখ লাখ মুসল্লির উদ্দেশ্যে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। টঙ্গীর ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) মোনাজাতে শরিক হতে আসছেন মুসল্লিরা।

মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে। দু’দিন ধরে সার্বক্ষণিক ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন মুসল্লিরা। প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর বয়ান অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শনিবার দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়।

বিজ্ঞাপন

ইজতেমা প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রতিটি খিত্তায় তাশকিলের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। বিভিন্ন মেয়াদে আল্লাহর রাস্তায় বের হতে ইচ্ছুকরা নাম তালিকাভুক্ত করে সেখানে অবস্থান করছেন। মসজিদের মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের মেহনতে পাঠানো হবে।

ইজতেমার দ্বিতীয় পর্বের বিশ্বের ৫৪টি দেশের ৬ হাজার ২৪৯ জন বিদেশি মেহমান ইজতেমায় অংশ নিয়েছেন। আখেরি মোনাজাত উপলক্ষে রেলওয়ের পক্ষ থেকে প্রতিটি ট্রেন ৩ মিনিট করে টঙ্গী রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ইজতেমায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা জোরদার থাকবে।

সারাবাংলা/টিকে/এনএস

বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর