Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মালবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫

নড়াইল: নড়াইলে মালবোঝাই ট্রাক উল্টে ইমন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে ঢাকা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।

ইমন যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ট্রাক ঢাকা থেকে প্যাকেটজাত ডালডা বোঝাই করে যশোর যাচ্ছিল। পথিমধ্যে নড়াইল সদর উপজেলার হাইখালী ব্রিজে সড়ক ডিভাইডারের সঙ্গে সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক।

তিনি আরও জানান, ট্রাকে পড়ে থাকা একটি মোবাইল ফোনের সূত্র থেকে নিহতের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা গেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সারাবাংলা/এনইউ

ট্রাক উল্টে নড়াইল নিহত হেলপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর