বান্দরবানের ম্যাকছি খাল পরিষ্কার করলো ‘বিডি ক্লিন’
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৪
বান্দরবান: বান্দরবান শহরের ম্যাকছি খাল পুনঃউদ্ধারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের উদ্যোগে ম্যাকছি খাল পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আখতার হোসেন।
পরে বান্দরবান পৌরসভার সহায়তায় ১৪ জেলার বিডি ক্লিনের ৬০০ সদস্য এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় শহরের জর্জ কোর্ট থেকে বনানী স’মিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত ম্যাকছি খালের ময়লা পরিষ্কার করেন বিডি ক্লিনের সদস্যরা।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার সুইটিসহ বিডি ক্লিনের কর্মীরা।
উল্লেখ্য, বান্দরবান পৌর শহরের পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম এই ম্যাকছি খাল। খালটি ময়লা আবর্জনা ও অবৈধভাবে দখলের কারণে সংকুচিত হয়ে যাওয়ায় প্রতিবছর বর্ষায় শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়। এর ফলে ভোগান্তিতে পড়েন শহরের হাজারও বাসিন্দা।
সারাবাংলা/এমও