Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমার দ্বিতীয় পর্ব: লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫

গাজীপুর: ধর্মপ্রাণ মুসলমানদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ নদের পূর্ব পাড়ের বিশ্ব ইজতেমা ময়দান। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় ধাপ। এদিন লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।

জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা দলে দলে আসেন। আশপাশের বাসাবাড়ি, সড়কের অলিগলিতে অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেন তারা।

বিজ্ঞাপন

দুপুর দেড়টার দিকে জুমার জামাতে ইমামতি করেন ভারতের মাওলানা সা’দ কান্ধলভির ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। জুমার নামাজের পূর্বে বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

বাদ জোহর বয়ান করছেন আরবের শেখ মোফল।তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর। বাদ আসর বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের নামাজের পর বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

ইজতেমা দ্বিতীয় পর্বের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিক ভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন। ময়দানে ৫৪টি দেশের ৬ হাজার ১২৬জন বিদেশী মুসল্লি অংশ নিয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারী) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

সারাবাংলা/এনইউ

ইজতেমা গাজীপুর জুমা টপ নিউজ দ্বিতীয় পর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর