কোনো ন্যাটো দেশে আক্রমণ করার ইচ্ছা নেই: পুতিন
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৯ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪
ন্যাটো সদস্য কোনো দেশকে আগবাড়িয়ে আক্রমণ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। আক্রান্ত হলেই কেবল পাল্টা আঘাত হিসেবে প্রতিক্রিয়া দেখাবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটা বলেছেন।
পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো একটি কাল্পনিক রুশ হুমকির বিষয়ে তাদের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। স্মার্ট লোকেরা ভালোই বোঝে যে এটি মিথ্যা।
মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার প্রচারিত হয়েছে।
সাংবাদিক কার্লসন রুশ প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন—তিনি যেন এমন একটি দৃশ্য কল্পনা করে বলেন যেখানে তিনি পোল্যান্ডে রুশ সৈন্য পাঠাবেন।
পুতিন উত্তরে বলেন, শুধুমাত্র একটি ক্ষেত্রে: যদি পোল্যান্ড থেকে রাশিয়ার উপর হামলা হয়। কেন? কারণ পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোনো [ন্যাটো সদস্য] বিষয়ে আমাদের কোনো স্বার্থ নেই।
মহাদেশ জুড়ে তার আঞ্চলিক লক্ষ্য আছে কিনা জানতে চাইলে পুতিন বলেন, প্রশ্নই উঠে না।
পুতিন ব্যাখ্যা করে বলেন, এটি বুঝতে কোনো বিশ্লেষক হওয়ার দরকার নেই যে, একটি বৈশ্বিক যুদ্ধে জড়িত হওয়া কমন সেন্সের পরিপন্থি। একটি বিশ্বযুদ্ধ সমগ্র মানবজাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
পুতিন পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করে বলেন, ইউক্রেন ও অন্য জায়গায় রাশিয়াকে দুর্বল করতে পশ্চিমা দেশগুলোর সরকার তাদের করদাতাদের সঙ্গে ভয়ের কৌশল ব্যবহার করছে। মস্কো বারবার ন্যাটো জোটের পূর্ব দিকে অব্যাহত সম্প্রসারণ এবং কিয়েভের প্রতি সমর্থনকে ইউক্রেনের বর্তমান সংঘাতের অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছে। রাশিয়ার কর্মকর্তারা সতর্ক করেছেন যে ইউক্রেনে অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা কেবলই যুদ্ধের তীব্রতা আরও বাড়াবে।
সারাবাংলা/আইই