মার্কিন সাংবাদিক ইভানের মুক্তির জন্য হতে পারে চুক্তি: পুতিন
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৮
রাশিয়ায় আটক মার্কিন সাংবাদিক ইভান গারশকোভিচকে মুক্ত করতে একটি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে ইভান আকট করে রুশ পুলিশ। খবর বিবিসি।
মার্কিন উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট পুতিন এ তথ্য জানান। তিনি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিকের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। সাক্ষাৎকারে পুতিন ইউক্রেন, মার্কিন প্রেসিডেন্ট এবং সিআইএ’র বিষয়েও কথা বলেছেন।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ করার পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন। পুতিন বলেন, তিনি বিশ্বাস করেন ৩২ বছর বয়সী ইভান গারশকোভিচকে মুক্তি দেওয়ার জন্য একটি চুক্তি করা যেতে পারে। ‘যদি আমাদের অংশীদাররা পারস্পরিক পদক্ষেপ নেয়।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করছে। তারা কথা বলছে… আমিও বিশ্বাস করি একটি চুক্তি হতে পারে।’
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচকে গত বছরের ২৯ মার্চ মস্কো থেকে প্রায় ১ হজার ৬০০ পূর্বে ইয়েকাটেরিনবার্গ শহর থেকে গ্রেফতার করা হয়েছিল। এ বছর জানুয়ারিতে আবারও তার বিচার-পূর্ব আটকের মেয়াদ মার্চের শেষ পর্যন্ত বাড়িয়েছে রাশিয়া। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।