Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ল ৮ দোকান, ২৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৩১ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০১

আগুনে আটটি দোকান পুড়ে যায়। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে আটটি দোকান দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। তবে এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিক্সের দোকান, সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ-তোষকের দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান ছিল।

বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মো. শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

সারাবাংলা/টিআর

আগুন বাগেরহাট মার্কেটে আগুন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর