Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৩

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই সেনাপ্রধান জেনারেল ভ্যালেজি জালুঝনিকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলে কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। খবর বিবিসি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জেনারেল ভ্যালেজি জালুঝনিকে বরখাস্তের ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জালুঝনির সঙ্গে মতোবিরোধের খবর প্রকাশ পাওয়ার পরই তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্তের ঘোষণা দিলেন তিনি।

বিজ্ঞাপন

ভলোদিমির জেলেনস্কি বলেন, হাইকমান্ডকে নবায়ন করা প্রয়োজন এবং জেনারেল জালুঝনি এখনো সেই দলে থাকতে পারেন। আজ থেকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর দায়িত্ব নেবে নতুন নেতৃত্ব।

সেনাবাহিনীতে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে জেনারেল জালুঝনি’র সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ সেনা বাহিনীর হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় জালুঝনিকে ধন্যবাদ জানান তিনি।

কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার (ওলেক্সান্ডার সিরস্কি) কিয়েভে সফল প্রতিরক্ষা এবং খারকিভে সফল আক্রমণ অভিযানের অভিজ্ঞতা আছে।

প্রসঙ্গত, ২০২২ সালে রুশ হামলার শুরুতে রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল সিরস্কি। এছাড়া খারকিভে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণেরও মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর