Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজিক আল্লাহ্‌র হাতে: বিপিএলে ফিরে মুমিনুল

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪২ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৪

বিপিএলের মাঝপথে দল পেলেন মুমিনুল

টি-টোয়েন্টি কখনোই তার স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ছিল না। বিপিএলেও তাই কখনোই সেভাবে আলো ছড়াতে পারেননি মুমিনুল হক। দুই আসর পর টুর্নামেন্টের মাঝপথে সবাইকে চমকে দিয়েই রংপুর রাইডার্সে ডাক পেলেন তিনি। অপ্রত্যাশিতভাবে বিপিএলে দল পাওয়ার পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মুমিনুল। সাথে বলেছেন, অন্যদের দেখে তারও বিপিএল খেলার ইচ্ছা জেগেছিল।

শেষবার ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিলেন মুমিনুল। ৪ ম্যাচে করেছিলে ৬৯ রান। এরপর পরের আসরে ড্রাফটে থাকলেও তাকে দলে নেয়নি কোনও দল। এবারও ড্রাফটে থাকা মুমিনুল দল পাননি। শ্রীলংকা সিরিজের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি। এর মাঝেই খবর এলো, রংপুর দলে ভিড়িয়েছে মুমিনুলকে।

বিজ্ঞাপন

বিপিএলের মাঝপথে এভাবে দল পাওয়ার পর সৃষ্টিকর্তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা মুমিনুলের, ‘সব সময় এটা বিশ্বাস করি যে রিজিক আল্লাহ্‌র হাতে। অন্য সবাই খেলছে, ভালো করছে। আমি খেলতে পারছি না, এমনটা ভেবে আফসোস করার কিছু নেই। নিজের কাজটা করতে হবে, বাকিটা আল্লাহ্‌র হাতে। পুরো বিপিএল দেখেছি। সামনে শ্রীলংকা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যি বলতে একটু খারাপ লাগা স্বাভাবিক। সবাই যেহেতু খেলছে, আমারও খেলার ইচ্ছা ছিল। রংপুর আমাকে এই সুযোগটা দিয়েছে। তাদের অনেক ধন্যবাদ।’

বিপিএলে ফিরেই রংপুরকে চ্যাম্পিয়ন করার লক্ষ্য মুমিনুলের, ‘অবশ্যই রংপুরের হয়ে চ্যাম্পিয়ন হতে চাই। যে দলেই খেলি, তাদের চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাই। দলে অবদান রাখার চেষ্টাই থাকবে।’

সারাবাংলা/এফএম

ক্রিকেট বিপিএল ২০২৪ মুমিনুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর