Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৩

গাজীপুর: মহানগরীর টঙ্গী তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ আম বয়ান করেন। সেটা বাংলায় তরজমা করে মাওলানা মনির বিন ইউসুফ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু, জুমার আগে জুমার ফাজায়েলের ওপর ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি), তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর, আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ, মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ এবং তাৎক্ষণিক তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

বিজ্ঞাপন

এবারের ইজতেমায় ভারতের দিল্লি মারকাজের মাওলানা সা’দ কান্ধলভী না এলেও ইতোমধ্যেই ময়দানে চলে এসেছেন তার তিন ছেলে। মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ, মেজো ছেলে মাওলানা সাঈদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াসসহ ভারতের নিজামউদ্দিন মারকাজের ১৪ জনের একটি দল বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর ইজতেমা ময়দানে পৌঁছান।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম আরও জানান, বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে ১২ থেকে ১৪ হাজার বিদেশি মেহমান যোগ দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রায় চার হাজারের বেশি বিদেশি মেহমান এবং দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, প্রথম পর্বের মতো একই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আমরা সিসিটিভি, ড্রোনসহ আমাদের পোশাকে সাদা পোশাকে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিকে/এনএস

টঙ্গী তুরাগ নদ বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর