Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াজউদ্দিন বাজারে ‘পাঞ্জাবি’র গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুযারি) রাতে কোতোয়ালি থানার আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

মার্কেটের ওই ভবনের কয়েক তলা মিলিয়ে ‘রাজস্থান’ নামে একটি পাঞ্জাবি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্র রয়েছে। যে তলায় আগুন লেগেছে সেটা প্রতিষ্ঠানটির গোডাউন হিসেবে ব্যবহার হতো বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ সারাবাংলাকে জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই ভবনের তিন তলায় আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, যেখানে আগুন লেগেছে সেখানে পাঞ্জাবির গুদাম ছিল। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।

সারাবাংলা/আইসি/পিটিএম

আগুন পাঞ্জাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর