Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজতেমায় পাঁচ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৩

গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে ইজতেমা ময়দানে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম।

নিহতররা হলেন, শেরপুর জেলার সদর থানাধীন রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন কুতুবপুর গ্রামের মৃত মোহাম্মদ সুলতান উদ্দিনের ছেলে মো. আব্দুল হেলিম মিয়া (৬৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন শিবনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে মোহাম্মদ জহির উদ্দিন (৭০)। বাকি দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

জানা যায়, ইজতেমায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। ইজতেমায় পাঁচজনই বার্ধক্যজনিত কারণে মারা যান।

ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘এ পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/একে

ইজতেমা টপ নিউজ মুসল্লির মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর