‘ভাসমান’ কারওয়ান বাজার
২৩ মে ২০১৮ ১৯:৪০ | আপডেট: ২৩ মে ২০১৮ ১৯:৪৩
ঢাকা: বর্ষা আসতে এখনো বাকি ২২ দিন। কিন্তু বৃষ্টির আচরণ একেবারে বর্ষার মত। প্রতিদিন যখন তখন ইচ্ছে হলেই নেমে পড়ছে। আর অব্যবস্থাপনার এই নগরে ভোগান্তিতে পড়ছেন মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষদের সমস্যা সবচেয়ে বেশি। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বৃষ্টি চলে একটানা অনেকক্ষণ। এতেই ডুবে যায় কারওয়ান বাজারের একটি অংশ। ডুবে যাওয়া বাজারের সেই দুর্ভোগ নিয়েই এই ছবিঘর। ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/জেএএম/এমও