তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব কাল
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৯
গাজীপুর: জেলার টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হচ্ছে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।
ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলিগ জামাতের অনুসারীরা শেষ পর্বে অংশ নিতে ইজতেমা মাঠে আসতে শুরু করেছে। ইজতেমা শেষে তারা ইসলামের দাওয়াতি কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বেরিয়ে যাবেন। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার লাখ লাখ মুসল্লি অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আসা সোলেমান হায়দার জানান, প্রতিবছরই আমি ইজতেমায় আসি। তবে দ্বিতীয় পর্বে অংশ নিতে হয়। আমরা চাই মাওলানা সা’দ কান্ধলভিকে প্রথম পর্বে অংশ গ্রহণ করার সুযোগ যেন সরকার করে দেয়।
ময়দানে জেলা ওয়ারি মুসল্লিদের স্থান নির্দিষ্ট করা হয়েছে। মাঠ প্রস্তুতির কাজ আয়োজক কমিটির মুরব্বিরা তদারকি করছেন। বিদ্যুৎ, পানি, প্যান্ডেল তৈরি, গ্যাস সরবরাহ প্রতিটি কাজ আলাদা দলের মাধ্যমে করা হয়েছে। বিদেশি মুসল্লিদের থাকার জন্য মাঠের উত্তর-পশ্চিম পাশে স্থায়ীভাবে কামরা তৈরি করা হয়েছে। মুসল্লিদের জন্য তুরাগ নদ পারাপারের জন্য নদীর কয়েকটি স্থানে ভাসমান সেতু স্থাপন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, আমরা প্রথম পর্বের মতো এবারও ব্যাপক নিরাপত্তা জোরদার করেছি। কোনো প্রকার নাশকতার চেষ্টা কেউ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/টিকে/এনএস